নিউজঅর্থনীতি

ATM-থেকে টাকা তোলার এলো নতুন নিয়ম, বেড়ে গেলো গ্রাহকদের সুরক্ষা

দেশের সবথেকে বড় ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ব্যাঙ্ক গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এটিএম থেকে টাকা তোলার বিষয়ে নিয়ে আসছে নতুন নিয়ম । এর আগে ১লা জানুয়ারী থেকে স্টেট ব্যাঙ্ক ATM থেকে জালিয়াতি রুখতে জারি করেছিল নতুন নিয়ম। ওই নিয়ম অনুযায়ী রাত্রি ৮ তা থেকে সকাল ৮ তা পর্যন্ত সময়ে ১০০০০ টাকার উপরে তুলতে হলে এটিএম দিতে হবে ওটিপি। চালু হয়েছিলো SBI OTP Based ATM Withdrawal সুবিধাও।

তবে এবার সেই নিয়মি লাগু করা হলো ২৪ ঘন্টার জন্য। এখন দিনের যেকোনো সময় ATM থেকে ১০,০০০ টাকার বেশি তুলতে গেলে দিতে হবে OTP।

এখন থেকে টাকা তোলার সময় গ্রাহকদের পিন নম্বর ছাড়াও মোবাইলে আসা OTP ব্যবহার করতে হবে। আর এই পদ্ধতি গ্রহণের ফলে এখন থেকে সুরক্ষা পাওয়া যাবে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং থেকে। কমবে জালিয়াতি।

আজ থেকেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে এসবিআই।

Back to top button