বিনোদন
TRP : ‘জগদ্ধাত্রী’কে পিছনে ফেলে বাজিমাত ‘ফুলকি’র! তবে কি বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’? দেখেনিন তালিকা
টিভির পাশাপাশি মানুষ এখন দীনবের বেশিরভাগ সময় কাটান OTT প্লার্টফর্মে আর সেখানেই নজর রাখেন তাদের পছন্দের ধারবাহিক গুলির উপর। আর সেই ধারবাহিক গুলি প্রতি সপথেই জনপ্রিয়তার নিরিখে লাভ করে রেটিং ,আর সেই রেটিং থেকেই জানা যায় এই মুহূর্তে কোন ধারবাহিক মানুষের মন জয় করছে আর কোন ধারবাহিক মানুষ দেখা বন্ধ করে দিচ্ছে।
এক নজরে সেরা দশের টিআরপি তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৬)
দ্বিতীয়- ফুলকি (৭.২)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৯)
চতুর্থ- নিম ফুলের মধু (৬.৫)
পঞ্চম- বাংলা মিডিয়াম (৬.৩)
ষষ্ঠ- রাঙা বউ (৫.৮)
হর গৌরী পাইস হোটেল – (৫.৮)
সপ্তম- পঞ্চমী (৫.৬)
অষ্টম- এক্কা দোক্কা (৫.৩)
নবম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৭)
দশম- তুঁতে (৪.১)