নিউজঅর্থনীতি

পুজোর আগে কমে গেলো সোনার দাম, মধ্যবিত্তদের জন্য এলো দারুন খবর

করোনা আতঙ্কের কারণে বন্ধ হয়ে গিয়েছিলো গোটা বিশ্বের অর্থনীতি। আর সেই সুযোগে বাড়ছিল সোনার দাম। কারণ লগ্নিকারীরা সুরক্ষিত ঠিকানা হিসেবে নিয়েছিল সোনা কে। আর সেই কারণেই বাড়ছিল সোনার দাম। তবে গত কয়েকদিন ধরে লাগাতার বৃদ্ধির পর এবার সোনা প্রেমীদের জন্য এলো সুখবর। বিশ্ব বাজারের সাথে তাল রেখে এখন ফের নিম্ন মুখী সোনার দাম।

সোনার দাম কমে যাবার পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে যে মার্কিন ডলারের সূচক উর্ধ্বমুখী হওয়ায় কোমেক্স গোল্ডের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে এমসিএক্স গোল্ড।

গত মাসে সোনার দাম রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়ে করেছিল দামের নতুন রেকর্ড। গত সেশনেই সোনার দাম বেড়েছিল ০.১ শতাংশ। তবে এবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১,৩৯১ টাকা।এরপর আরো ০.৩ শতাংশ পড়ে আউন্স প্রতি সোনার দাম হয়েছে ১,৯৫৪.৪২ ডলার।

অপরদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে সোনার দামও। মহালয়ার শুভলগ্নে রুপোর দাম কমেছে ০.৬ শতাংশ। ফলে এখন রুপুর দাম কমে হয়েছে প্রতি কেজি ৬৭,৭৯৮ টাকা।

তাই আশা করা হচ্চে এবার সোনা ও রুপোর দাম কমে যাবার কারণে হাসি ফুটে উঠবে মধ্যবিত্তদের।

Back to top button