রেগে গিয়ে হলে ভাঙচুর করলেন প্রভাস ভক্তরা, অতঃপর গুনতে হলো জরিমানা!
শুক্রবার মুক্তি পেয়েছে প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি ‘আদিপুরুষ’। প্রভাস ভক্তদের উপচে পড়া ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে অতি উত্তেজনায় প্রভাসের কিছু ভক্ত সহিংস আচরণও করে বসেছেন।
কারিগরি ত্রুটির কারণে শো শুরু হতে ৪০ মিনিট বিলম্ব হওয়ায় সিনেমা হলে ভাঙচুর করেছেন প্রভাস ভক্তরা। হায়দরাবাদের আরসি পুরমের জ্যোতি থিয়েটারে ঘটেছে এই ঘটনা।
উত্তেজিত ভক্তদের শান্ত করার চেষ্টা করেছেন সিনেমা হলের কর্মচারীরা। কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে সিনেমার পোস্টার ছেড়া হচ্ছে, দরজা বেয়ে উঠে পড়ছেন ভক্তরা। পুলিশ পাঁচজনকে সনাক্ত করেছে। তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে একটি প্রতিবেদনে বলা হয়েছে।
মুক্তির পরপরই তুমুল সমালোচনার কবলে পড়েছে ওম রাওতের মহাকাব্যিক এই চলচ্চিত্র। বক্সঅফিসে ‘আদিপুরুষ’ কেমন ব্যবসা করবে, সেই প্রশ্নের উত্তর সময়ই জানিয়ে দেবে।