আমাজনের পর এবার পাহাড়ে ভয়াবহ আগুন, দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা
আমাজানের পর এবার পাহাড়ে ভয়াবহ আগুন, দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে আগুনের শিখা
সম্প্রতি আমাজানের জঙ্গলের আগুন করে নিয়েছে শিরোনামে জায়গা। এবার আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লো পাহাড়েও। সৌদি আরবের মক্কাতে ঘটেছে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা। বুধবার ভোর থেকে মেশান অঞ্চলে জাবাল আমাদ পাহাড়েএই ভয়াবহ আগুন লাগে
তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাহাড়ের আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে।
একটি টুইট বার্তায় মক্কা কর্তৃপক্ষ জানিয়েছে যে আগুনের সূত্রপাত হয় পাহাড়ের অন্তর্গোর একটি জঙ্গল থেকে।
সৌদি সিভিল ডিফেন্স টুইট বার্তায় বলেছে, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। ’
সৌদি আরবের সমস্তপ সংবাদ মাধ্যমে এই আগুনের বিষয় নিয়ে হচ্ছে চর্চা চলছে আলোচনা। সকাল থেকেই পাহাড়ে আগুন লাগার ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।