নিউজ

অবিশ্বাস্য! সদ্যোজাত শিশুর শরীরে বাসা বাঁধল যক্ষ্মা, রিপোর্ট দেখে হতবাক চিকিৎসকমহল

নবজাতকের শরীরে শিকড় গেড়েছে যক্ষ্মা! এমন বিরল ঘটনার সাক্ষী হল পশ্চিমবঙ্গ। পূর্ব মেদিনীপুরের এগরায় এক মায়ের নবজাতক শিশুর যক্ষ্মা ধরা পড়ে। জানা যায়, গর্ভবতী মহিলারও যক্ষ্মা ছিল।

সন্তানের জন্মের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে নবজাতক শিশুটি যক্ষ্মা রোগের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে

তাকে হাসপাতালের এসএনসিইউতে ভর্তি করা হয়েছে। কিন্তু এত ছোট শিশু যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসকরাও অবাক। তাঁদের মত, বিজ্ঞানের মতে, এটা অসম্ভব নয়। কিন্তু আসলে, এই ধরনের ঘটনা বিরল।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, 9 এপ্রিল 29 সপ্তাহে শিশুটির জন্ম হয়েছিল। ওজন ছিল মাত্র 922 গ্রাম। যেহেতু মায়ের যক্ষ্মা ছিল, তাই শিশুরও যক্ষ্মা পরীক্ষা করা হয়েছিল। নবজাতকের বাম ফুসফুসের যক্ষ্মা ধরা পড়ে।

শিশুটিকে প্রায় দুই মাস ধরে এগরা আঞ্চলিক হাসপাতালের নিউ বর্ন কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই দুই মাসে শিশুটির ওজন কিছুটা বেড়েছে। এখন তার ওজন 1 কেজি 400 গ্রাম। তারা আশা করছেন, যক্ষ্মা প্রতিরোধের ওষুধ শেষ হলে শিশুটি শঙ্কামুক্ত হবে।

Back to top button