নিউজরাজ্য

অনালাইনে ‘বান্ধবীর ফাঁদ’ ১২ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার ২ জন যুবক

কলকাতায় বসে ছত্তিসগড়ের এক ব্যবসায়ীকে অনালাইনে বান্ধবী যোগান দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকার প্রতারণা করে দুই যুবক। অভিযুক্ত ওই দুই যুবকের নাম জীবনকৃষ্ণ সিংহ এবং সন্ধিশঙ্কর বারিক। ইতিমধ্যে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করেছে।

তাদের বিরুধ্যে অভিযোগ তারা দুজন মিলে একটি ভুয়ো ডেটিং সাইট খুলে পেতে ছিল প্রতারণার ফাঁদ।

ওই দুই যুবক কলকাতার যোধপুর পার্কে রীতিমতো অফিস খুলে করছিলো এই ফাঁদ পাতানোর ব্যবসা।

পুলিশ সূত্রে জানা গেছে একটি ডেটিং সাইটের মাধ্যমে বিভিন্ন মহিলার সাথে কথা বলার টোপ দেওয়া হতো।

আর ভয়েস কলের জন্য এক রকম টাকা, ভিডিয়ো কলের জন্য অন্যরকম টাকা নেওয়া হতো।

আর তাদের ফ্যাদা পাতে পড়ে যান ছত্তিসগড়ের এক ব্যবসায়ী।প্রতারকদের ফেড পড়ে তিনি হারিয়ে ফেলেন ১২ লক্ষ টাকা। পুলিশ তদন্ত করে জানতে পারে ওই দুই যুবক বেশ কয়েকজন মহিলাকে টেলি কলার হিসেবে নিয়োগ করেছিল তাদের অফিসে। আর সেই মহিলা টেলিকলারদের সাহায্যেই তারা পেতে ছিল প্রতারণার ফাঁদ।
ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ফোন নম্বর ও আইপি এড্রেসের সূত্র ধরেই তিন দিন আগে ছত্তিসগর থেকে আসা একটি পুলিশের দল হাজির হয়। ছত্তিসগড়ের পুলিশ শুধু জানতো ইডিএফ হাসপাতালের আশে পাশে কোথাও ওই দুই প্রতারকের অফিস।

এরপর তারা লেক থানার আধিকারিকদের সাহায্য নিয়ে ধরে ফেলে ওই দুই অভিযুক্ত কে। জানা গেছে ওই দুই অভিযুক্তের বাড়ি পশ্চিম মেদেনিপুর।

Back to top button