SSC: নিয়োগ দুর্নীতির তদন্তে ‘অস্বস্তি’ বাড়ল রাজ্যের! ‘বড়’ প্রশ্ন তুলল আদালত, জেনেনিন বিস্তারিত
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা এবং সরকারি কর্মচারী নিয়োগে দুর্নীতির মামলা একই সঙ্গে তদন্ত করা উচিত নয় কি? আজকের শুনানির সময় বিচারক তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেন। প্রসঙ্গত, বুধবার, পৌরসভার কর্মসংস্থানে দুর্নীতির একটি মামলায় 14টি রাজ্য পরিষদে বেশ কয়েকটি সিবিআই দল অভিযান চালায়। তদন্তকারীরা এমনকি সল্টলেক সিটিতে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের অফিস ভবন পরিদর্শন করেছেন। দীর্ঘক্ষণ ধরে তারা এই ভবনের পাঁচ তলায় তল্লাশি চালায়
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ও বিভাগীয় বিচারক তপোব্রত চক্রবর্তীর একটি প্যানেলের সামনে রাজ্যের আবেদনের শুনানি হয়, একই দিন বৃহস্পতিবার বিচারক বলেন, ‘এখন অয়ন শীলের ঘটনায় পুর-নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যুক্ত থাকার অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগের OMR এবং পুরসভায় নিয়োগের OMR অয়ন শীলের সংস্থা থেকেই গিয়েছিল বলে দাবি করা হচ্ছে। তাহলে, এই দুই দুর্নীতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এই দুই দুর্নীতির তদন্ত কি একত্রে হওয়া উচিত নয়? এই পরিস্থিতিতে এই দুই দুর্নীতিকে কি আদৌ আলাদা করা সম্ভব? এই দুই দুর্নীতিকে যদি আলাদা আলাদা জায়গায় দাঁড় করাতে হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হবে? যদি আলাদা করা সম্ভব হয় তখনই এই প্রশ্ন উঠতে পারে যে তাহলে পুর-নিয়োগ দুর্নীতির তদন্ত কে করবে? রাজ্য না সিবিআই?’’
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা তদন্তের জন্য আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। আর্থিক দুর্নীতির সব দিক খতিয়ে তদন্তের নির্দেশ দেন আদালত। নতুন কোনো দিক প্রকাশ পেলে তা অধ্যয়ন করার নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্ট তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি।