আন্তর্জাতিক

মাস্ক না পড়লে খুঁড়তে হবে কবর! অভিনব শাস্তি ঘোষণা করলো সরকার

পৃথিবীর বহু দেশের প্রশাসন করোনা আতঙ্কের মাঝেও যে দেশের জনসাধারণকে মাস্ক পড়ানো একটা ঝক্কির বিষয় তা মেনে নিয়েছেন। আর মাস্ক না পড়লে বিভিন্ন দেশে দেওয়া হয় বিভিন্ন রকমের সাজা। তবে ইন্দোনেশিয়ার জাভাতে প্রসাধন নিয়েছে অভিনব উপায়। যা সারা বিশ্বে সৃষ্টি করেছে আলোড়ন।

জাভাতে যদি কেউ মাস্ক না পরে তাহলে তাদের ধরে পুলিশ সোজা পাঠিয়ে দিচ্ছে কবর স্থানে। দিনে যতবার কবরস্থানে ওড়না আক্রান্তর মৃতদেহ আসবে তাকে ততবারই খুঁড়তে হবে কবর। আর এটাই এখন থেকে জাভাতে মাস্ক না পড়ার শাস্তি।

ইতিমধ্যে বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে এই শাস্তি। কয়েকজনকে দেওয়া হয়েছে কবস্তাহনে দারোয়ানের কাজ। আর বাকিদের দেওয়া হয়েছে কবর খোয়াড় দায়িত্ব। আর এই প্রসঙ্গে স্থানীয় প্রসাধন জানিয়েছে এমনিতেই এখন কবর খোঁড়ার লোকের অভাব। এঁরা যেভাবে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন, তাতে সংক্রমণের আশঙ্কা আরো বাড়ছে। তাই এঁদেরই এই কাজে লাগানো হয়েছে।’

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে ওই ব্যক্তিরা সারাদিন কবর স্থানে কাটালে তাদের মধ্যে করোনা নিয়ে তৈরী হবে আতঙ্ক ও এরফলে তারা সতর্ক হবে।

Back to top button