নিউজআন্তর্জাতিক

শরীরের কর্মক্ষমতা বাড়াতে ড্রাগ নিচ্ছেন বাইডেন: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে বেশ এগিয়ে আছেন প্রেসিডেন্ট পদপ্রাথী বাইডেন। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে দুই দলের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। আর এই বিতর্ক কে সামনে রেখেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে বাইডেন ওই বিতর্কের লড়াই ভালো করার জন্য পারফরম্যান্স-বর্ধক ড্রাগ গ্রহণ করছেন। তাই তিনি ওই বিতর্কের আগে বাইডেনের ড্র্যাগ পরীক্ষা করার দাবি জানিয়েছেন।

ট্রাম্প এই প্রসঙ্গে বলেন ডেমোক্র্যাটদের প্রমারি সেশনের বিতর্কের উন্নতি দেখে তিনি অবাক হয়ে গেছেন। বাইডেনের এই অদ্ভুত উন্নতিতে অদ্ভুত কিছু ছিল বলে জানিয়েছেন ট্রুম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নির্বাচনী সমাবেশের শুরুর দিকে বাইডেন বিপর্যয় এবং পুরোপুরি অক্ষম ছিলেন। তবে পরে বামপন্থি প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের মুখোমুখি বিতর্কে তিনি একেবারে ঠিক ছিলেন।

এই উন্নতির কারণ সম্পর্কে প্রথমে কিছু বলতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কয়েক সেকেন্ড পর তিনি বলেন ‘বাইডেন হয়তো কিছু নিচ্ছে, যা তাকে আরো গ্রহণযোগ্য করে তুলছে।’

তাই আগামী ২৯ সেপ্টেম্বর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানের আগে বাইডেনের ড্র্যাগ পরীক্ষা করার জন্য তিনি ফের দাবি করেন। যাহ্রাও তিনি বলেন যে তিনি নিজেও প্রস্তুত ড্র্যাগ পরীক্ষা দেওয়ার জন্য।

Back to top button