নিউজ

ওড়িশা রেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৮, মর্গে লাশের ভিড়!

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। ট্রেন দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এখন 278 জন। এমনটাই ঘোষণা করেছে ওড়িশা সরকার।

এদিকে সকালের দিকে লাশের সংখ্যা বাড়ছে। এই বিভাগ অনুসারে, 55টি মরদেহ শোকাহতদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, 101টি মৃতদেহ নিখোঁজ থাকলেও, কারমানাল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা 1,100 ছাড়িয়েছে। এ এখনও প্রায় 200 জনের চিকিৎসা চলছে। তারা বালেশ্বর, কথক ও ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার কটক সফরে আসছেন  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুই প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাও তাঁর সঙ্গে থাকবেন। তারা কটক ও ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যাবেন। এই ঘটনায় বাংলায় ৮১ জনের মৃত্যু হয়েছে। এখনও বহু মানুষ আহত।

Back to top button