পাকিস্তানের ম্যাপে ভারতের কাশ্মীর, লাদাখ ও গুজরাট, প্রতিবাদে মিটিং ছেড়ে দিলো ভারত
রাশিয়ার রাজধানী মস্কোতে গত কয়েক সপ্তাহ ধরে চলছে সাংহাই কো-অপারেশনের বৈঠক। যে বৈঠকে প্রতিনিধিত্ব করছে ভারত -পাকিস্তান ও চীন। মঙ্গলবার সেই বৈঠকে উপস্থিত হয়েছিল ভারত ও পাকিস্তানের জাতীয় উপদেষ্টার প্রতিনিধিরা।
তবে সেই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধী পাকিস্তানের বিতর্কিত মানচিত্র প্রকাশ করেন। আর সেই বিতর্কিত মানচিত্র দেখে রেগে যান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি বৈঠকের সভাপতিত্বকারী দেশ রাশিয়াকে প্রতিবাদের কথা জানিয়ে ত্যাগ করেন আলোচনা সভা।
ঘটনার সূত্রপাত গত ৪ জুন থেকে সেদিন পাকিস্তান একটি নতুন মানচিত্র প্রকাশ করে সেই মানচিত্রে কাশ্মীর, লাদাখের একাংশ এবং গুজরাটের একাংশ পাকিস্তানের বলে দাবি করা হয়। ইমরান খান ওই ম্যাপ প্রকাশ করার পরেই ভাৰত তার চরম আপত্তির কথা জানিয়ে দেয়।
কিন্তু তারপর মানচিত্র নিয়ে পাকিস্তান টানা ৩ মাস চুপ থাকলেও মস্কোতে চলা বৈঠকে সেই বিতর্কিত ম্যাপ উপস্থাপন করে। আর বৈঠক শুরু হওয়ার পরেই সেই ম্যাপ চোখে পরে অজিত ডোভালের। সঙ্গে সঙ্গেই ভারতের পক্ষ থেকে জানানো হয় প্রতিবাদ। ভাৰত সেই বৈঠকে জানায়
কিন্তু ওই মানচিত্র নিয়ে পাকিস্তান আর কোনও কথা বলেনি। তবে মস্কোয় চলতি বৈঠকে সেই ম্যাপই ফের ব্যবহার করেছে পাকিস্তান।
বৈঠক শুরুর পরেই ভারতের চোখে পড়ে বিতর্কিত মানচিত্রটি। সঙ্গে সঙ্গে ভারতের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। ভারত জানায়, রাশিয়া বৈঠকের যে অ্যাডভাইসারি জারি করেছে, পাকিস্তান তা মানেনি। নিজেদের প্রোপাগান্ডার জন্য বিতর্কিত ম্যাপ বৈঠকে নিয়ে এসেছে তারা। ভারতের পক্ষ থেকে রাশিয়াকে সব আপত্তি জানিয়ে প্রতিবাদ হিসেবে বৈঠক ত্যাগ করেন ডোভাল।