নিউজরাজ্য

বাজারে এসেছে ২০ টন ইলিশ, কিন্তু কলকাতায় তিনজনে ভাগে কিনছে একটি ইলিশ

আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে মহালয়ার আগেই বাংলাদেশ সরকার প্রথম চালান হিসেবে ২০ টন ইলিশ পাঠিয়েছে কলকাতার বাজারে। আর এই ইলিশ আসতেই বাজারে জমেছে ক্রেতার ভীড়। আর ক্রেতার ভীড় জমতেই চোর চোর করে উঠছে ইলিশের দাম। কারণ এবারের ইলিশ গুলির আকার অন্যান্য বারের তুলনায় একটু বেশি তাই দামও নেওয়া হচ্ছে বেশি একটু বড় ইলিশের দাম কোথাও কোথাও নেওয়া হচ্চ্ছে ১১০০ -১২০০ টাকা।

তবে মাঝারি সাইজের ইলিশ ও আছে যার দাম ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে রাখা হয়েছে।

ইলিশের আকার বড় হওয়ার কারণে দাম বেশি তাই সেই ইলিশ কিনছেন ভাগ করে। কোথাও কোথাও একটি ইলিশ কিনছেন ৩ জন মিলে। কলকাতার দমদম-পাতিপুকুর বাজারে দেখা গেছে এমন ঘটনা।

ওই বাজারে বড় ইলিশ বিক্রি করা হচ্ছে ১২০০ টাকা ও ছোট ইলিশ বিক্রি করা হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা দরে।

বাংলাদেশ থেকে এসেছে ২০ টন ইলিশ তাই নিয়েই জমেছে ক্রেতার ভীড়। তবে এরপর আরও দাম কম হতে পারে কারণ বাংলাদেশে থেকে এবার ১৫০০ টন ইলিশ কলকাতায় নিয়ে আসার অনুমতি পেয়েছে রপ্তানি কারীরা। তাই ওই ইলিশ বাজারে আসলেই কমে যেতে পারে ছোট থেকে বড় ইলিশের দাম।

Back to top button