আন্তর্জাতিক

একটি ইলিশের দামই ৮০০০ টাকা, হইচই গোটা বাজার জুড়ে

বড় আকারের একটি ইলিশ জালে ধরা পড়তেই শুরু হয়ে যায় হৈচৈ। আর সেই ইলিশ স্থানীয় বাজারে নিয়ে আসতেই বাজারে ভিড় জমায় উৎসুক জনতা। ২ কেজি ৩০০ গ্রামের ইলিশটি বাজারে আনা মাত্রই শুরু হয়ে যায় দাম দর। আর এক পর্যায়ে সেই ইলিশের দাম বেড়ে হয় ৮ হাজার ২০০ টাকা।

আর এই বড় আকারের ইলিশটি নিয়ে হইচই শুরু হয়ে যায় বাংলাদেশের বাগের হাটের শরণ খোলাতে। এই বড় আকারের ইলিশ টি ধরা পরে জেলে এমাদুল শেখের জালে।

ওই জেলে জানান যে মাছটি ধরার পর স্থানীয় বাজারে আনতেই এক মৎস ব্যবসায়ী দাম হাঁকেন সাড়ে ৩ হাজার টাকা। আর সেই প্রকান্ড ইলিশটি দেখতেই ভিড় জমায় অনেকেই।

এক মৎস ব্যবসায়ী জানিয়েছেন যে সচরাচর এতো বড় ইলিশ দেখা যায়না। ইলিশটির দাম কেজি প্রতি সাড়ে তিনহাজার টাকা চাওয়া হয়েছে আর ইলিশটির ওজন যেহেতু ২ কেজি ৩০০ গ্রাম তাই ইলিশটির দাম উঠে যায় প্রায় ৮০০০ টাকা।

শরণখোলার এক মৎস কর্মকর্তা বিনয় কুমার রায় জানিয়েছেন সরকার ইলিশ রক্ষার জন্য নিয়েছে উপযুক্ত ব্যবস্থা তাই ইলিশের আকার বেড়েছে অনেকটাই।

Back to top button