নিউজ

H.S: চোখে তার কম দৃষ্টিশক্তি, রাইটার নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করল কৈলাস

পুরুলিয়ার জয়পুর থানার কুসুমটিকারি গ্রামের বাসিন্দা কৈলাসপতি মাহাত ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করতেন। বেশ কয়েক বছর মাঠে ক্রিকেট খেলেছেন। কিন্তু এক পর্যায়ে বল ভালো করে দেখতে পাননি তিনি। পরিবার তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে চশমা পরানো হয়। কিন্তু কৈলাসের চোখের সমস্যা দূর হয়নি।

তার দৃষ্টিশক্তি ক্রমশ খারাপ হচ্ছে। আর এই দুর্বল দৃষ্টিশক্তি নিয়ে তিনি জগৎপুর আদর্শ বিদ্যালয়ে ৩৫৫ পয়েন্ট নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হন।

কৈলাস পঞ্চম শ্রেণী থেকে জগতপুর আনন্দ ভবন স্কুল ফর দ্য ডেফ অ্যান্ড ব্লাইন্ডে অধ্যয়নরত। লেখকের সাহায্যে, কৈলাস তার জীবনের প্রথম বড় পরীক্ষায় সফল হয়। তিনি বলেন, এমনকি চশমাও সাহায্য করেনি। আমি দিনে কিছুক্ষণ কষ্ট করে পড়াশোনা করতে পারি, কিন্তু রাতে একদমই পড়তে পারি না। রাতে পড়াশুনা করতে হতো, ভিডিও শুনতে হতো। যদিও আমি নির্দিষ্ট সময়ে অনুশীলন করিনি, তবে দিনে যখন সময় পেতাম তখন করতাম। স্কুলের শিক্ষকরা সবসময় আমাকে সাহায্য করতেন এবং উৎসাহিত করতেন। তাই আজকের সাফল্য।

Back to top button