নিউজবিনোদন

করোনা: ৫০০০ কোটি টাকা ক্ষতি বলিউডের, প্রতিদিনই বাড়ছে ক্ষতির পরিমান

বলিউডের হিন্দি সিনেমা যার দাপট চলে সারা ভারত থেকে বিশ্বে। সেই বলিউড এখন দিন কাটাচ্ছে চরম দুর্দশা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি সেরকম উল্লেখযোগ্য ভাবে হয়নি বরং প্রতিদিনিই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই করোনা কালে বলিউডে ক্ষতি হয়েছে প্রায় ৫০০০ কোটি টাকা।

বলিউড সিনেমা প্রদর্শক-পরিবেশক অক্ষয় রথী বলেন, ‘মার্চ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত শুধু প্রদর্শকদেরই ক্ষতি হয়েছে ১৫০০ কোটি রুপি। পুরো বলিউডে ক্ষতির মোট অংকটা আরও বড়। সুদের হার, বেতন, রক্ষণাবেক্ষণের খরচ এবং আরও অনেক কিছু হিসেব করতে হবে। অনেকেই চাকরি হারিয়েছেন। সরকারের তরফ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। এটা এখন আর্থিক মহামারীতে রূপ নিয়েছে। খুবই ভয়ংকর পরিস্থিতি এবং সরকারের এখনই উদ্যোগ নেয়া উচিত।’

তিনি আরও বলেন ‘বেশ কিছু সিনেমার শুটিং মার্চের চতুর্থ সপ্তাহে বন্ধ করে দিতে হয়েছে। শুরু কবে হবে, তাও কারও জানা নেই। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই’ এবং বনি কাপুরের ‘ময়দান’ এর সেট তৈরি করা হয়েছিল। কিন্তু ভাড়া দিয়ে সেই সেট ধরে রাখার সামর্থ্য হয়নি প্রযোজক, নির্মাতাদের। শুটিং শুরু করতে হলে আবার নতুন করে নির্মাণ করতে হবে সেসব সেট। সাথে যোগ করতে হবে স্যানিটাইজেশন ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে শুটিং-এর সময়ও বেশি লাগবে। সব মিলিয়ে খরচ বেড়ে যাবে বহুগুণে।’

রিলায়েন্স এন্টারটেইনমেন্টের সিইও, শিবাশিশ সরকার অধীর আগ্রহ নিয়ে ‘এইটি থ্রি’ ও ‘সূর্যবংশী’ মুক্তির দেয়ার অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘আমরা সরকারকে বলেছি কিছু ক্ষতিপূরণ দিয়ে সহায়তা করার জন্য। আশা করছি কিছুটা পাবো। অনেক ক্ষতি হয়ে গেছে। থিয়েটারগুলো খুলে দেয়া উচিত, এতে ব্যবসা কিছুটা হলেও ফিরবে। পুরো বিশ্বেই দর্শকরা থিয়েটারে ফিরছে। আশা করি ভারতেও ফিরবে। ভারতে কম পর্দা আছে তুলনামূলক ভাবে, তাই আগের অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে। থিয়েটার খুলে দেয়া উচিত, অন্তত কিছু হলেও। শপিং মল খুলেছে, কিন্তু মাল্টিপ্লেক্সগুলো খুললো না। ভাইরাস কি শুধু সিনেমা হলেই থাকে? শপিং মলে থাকে না?

অপরদিকে বলিউড ট্ট্রেড অ্যানালিস্ট কমল নাহাতা বলেন, ‘আমার মনে হয় ৫০% কমিয়ে বলা হচ্ছে। এখনও আরও অনেক ক্ষতি হওয়া বাকি। থিয়েটার এখন না খোলা হলে তারা হলে প্রদর্শন করবেন কী? মুক্তির অপেক্ষায় থাকা অনেক সিনেমাই তো ওটিটি প্লাটফর্মের সঙ্গে চুক্তি করে ফেলেছে।’

Back to top button