‘আমার মাকে খারাপ বললে আমি ছেড়ে দেব না’, প্রতিবাদী রুপা এবার মিশকাকে দিলো কড়া জবাব, ‘অনুরাগের ছোঁয়া’য় ধামাকা পর্ব
জমে উঠেছে স্টার জলসার জনপ্রিয় এক নম্বর ধারাবাহিক ‘অনুরাগের ছোয়া’।যেখানে সূর্য এবং দীপার ভাঙা জোড়া সম্পর্কের গল্প নিয়ে তৈরী করা হয়েছে ।
যারা এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন যে রুপা জানতে পেরেছেন যে সূর্য তার বাবা। লাবণ্য সেন এবং দীপা রুপাকে বলে যে একদিন ঠিক তার বাবা তাদের গ্রহণ করবে। এদিকে সোনা তার বাবা-মাকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এর আগের এপিসোডে সূর্যকে দীপার সঙ্গে সোনা ও রূপার পূজা করতে দেখা গেছে। যদিও সে পুরোপুরি একমত নয়।
মিশকা তখন সূর্যের ফোনে ফন করে, কিন্তু সূর্য তোলে না। দীপা মিশকার ফোন দেখে। মিশকাকে জ্বালানোর জন্য , তিনি ভিডিও কলের মাধ্যমে মিশকাকে কল করেন এবং সূর্যকে তার দুই মেয়ের সাথে হাসি মুখে প্রসাদ খাওয়ানো দেখায় । মিশকা মনে করেন, সূর্য ও দীপার সব সমস্যার সমাধান হয়ে গেছে। সে পাগলামি করতে শুরু করেছে।
ধারাবাহিকের পর্বে দীপা রুপাকে নিয়ে দেশে ফিরছেন। আর মিশকা রাস্তার মাঝখানে দীপাকে আটকে ফেলে। মিশকা যখন দিপাকে খারাপ কথা বলতে আসে তখন রুপা তার মায়ের জন্য উঠে দাঁড়ায়। এমনকি রুপা মিশকাকে জানিয়ে দেয় যে সে যদি তার মাকে খারাপ কথা বলে তবে সে ছাড়বে না। রুপার কথায় মিশকা চমকে ওঠে। তাহলে কি মিশকা জব্দ হবে এই ছোট্ট রুপার কথাতেই? দেখুন কি ঘটে আসন্ন পর্ব গুলিতে।