মানিকের পড়াশোনায় সাহায্য করতে গিয়ে ছেলে সেজে ধরা পড়ে গেল কমলা, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ মহাপর্ব
এই মুহুর্তে একটি খুব জনপ্রিয় স্টার জলসা মেগা-সিরিজ হল কমলা ও শ্রীমান পৃথিরাজ।অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক।
এই সিরিজটি একটি বাঙালি পরিবারের গল্প নিয়ে নির্মিত। নায়িকা কমলা এবং নায়ক পৃথ্বীরাজ দুজনেই তরুণ, কিন্তু তাদের দৃষ্টিতে বেশ আধুনিক। তৎকালীন সমাজের সকল প্রকার কুসংস্কার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা দ্বিধা করেন না।
ধারাবাহিকের নায়িকা কমলা পড়াশোনায় ভালো, কিন্তু পৃথ্বীরাজ ঠিক উল্টো। শেখার প্রতি তার মোটেও আগ্রহ নেই। রোজ সে স্কুলকে গিয়ে মার খায় ।আর এই কারণেই কমলা পৃথ্বীরাজকে পড়াশোনায় সাহায্য করার জন্য পাঞ্জাবি ধুতি পরা এবং মাথায় গিঁট নিয়ে ছেলের ছদ্মবেশে পাটশালায় হাজির হন।
এ ছাড়া ওই দিন তিনি শুধু পোশাকই বদলাননি, কমলা থেকে নাম পরিবর্তন করে কমলাকান্ত করেছেন। কিন্তু মানিকের স্কুলের বন্ধুরা তাকে ইতিমধ্যেই সন্দেহ করে।কমলা শ্রীমান পৃথ্বীরাজের সব কথা তিনি আগেই শুনেছিলেন পেছন থেকে।
কাজেই তার কাছে জলের মতো পরিস্কার মানিকের বউ কমলাই আসলে ছেলে সেজে এসেছে তাদের পাঠশালায়। খাবারের সময় মানিক খাবার আনতে গেলে কমলা বাইরে দাঁড়িয়ে ছিল, এমন সময় লাকাই ও তার বন্ধুরা কমলাকে ঘিরে ফেলে। এমন এক মুহূর্তে হোঁচট খেয়ে কমলার চুল পড়ে যায়।কি ঘটবে এরপর । জানতে রোজ দেখুন ।