বিনোদন

নিজের উপার্জনের টাকায় গাড়ি কিনে বেজায় খুশি ‘মেয়েবেলা’র চাঁদনী ওরফে দেবপর্না, ভক্তদের শেয়ার করলেন ভিডিও

অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী বাংলা টিভি জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী । যদিও এই মুহূর্তে ছোট পর্দার দর্শকদের কাছে তিনি মেয়েবেলা ধারাবাহিকে চাঁদনী নামেই বেশি পরিচিত। দেবপর্ণা টিভি সিরিজ মেয়েবেলা নায়ক ডোডোর প্রাক্তন প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন। যেখানে 13 বছরের প্রেমের সম্পর্ক ত্যাগ করেছেন তিনি।

চাঁদনীর চরিত্রটি দর্শকদের পছন্দের একটি চরিত্র। অভিনয় দিয়ে বাঙালির বিনোদন জগতের মানুষের মন জয় করেছেন তিনি। বোঝে না সে বোঝে না ধারাবাহি দিয়ে অভিনয় শুরু করেন দেবপর্ণা পাল চৌধুরী।

সাপোর্টিং রোলে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের সুবাদে সাফল্য পেয়েছেন এই অভিনেত্রী। এবার পরিবারে নতুন সদস্য নিয়ে এল এই অভিনেত্রী । নিজের উপার্জন দিয়ে তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। ইনস্টাগ্রামে সুখবরটি ঘোষণা করেছেন তিনি। বর্তমানে বেজায় খুশি অভিনেত্রী।

Back to top button