নিউজআন্তর্জাতিক

রাশিয়ার পর এবার চীন, নভেম্বরেই চীন নিয়ে আসছে করোনা ভ্যাকসিন

চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক কর্মকর্তার কথার উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে চীনের তৈরী করোনা ভাইরাসের ভ্যাকসিন নভেম্বরের প্রথমেই জনসাধারণের ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যাবে।

চীনের তৈরী করা করোনা ভ্যাকসিনের ৪ টি টিকাই এখন আছে শেষ পর্যায়ে। এদের মধ্যে ৩টি ভ্যাকসিন গত জুলাই মাসে চিকিৎসক ও সেনাকর্মীদের দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছিল।

সিডিসির জৈব নিরাপত্তা বিভাগের প্রধান গুইঝেন উ জানিয়েছেন, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সাবলীলভাবে শেষ হয়েছে।তাই নভেম্বর অথবা ডিসেম্বরেই সাধারণ মানুষের জন্য এই টিকা প্রয়োগ শুরু করা হবে।

ওই কর্মকর্তা আরও যান যে তিনি এপ্রিল মাসে ট্রায়াল চলাকালীন নিজেই এই ভ্যাকসিন নিয়েছিলেন। এ পর্যন্ত তার শরীরে কোনও অস্বাভাবিক উপসর্গ তারমধ্যে দেখা যায়নি। অবশ্য তিনি জানান যে ট্রায়ালে থাকা কোন ভ্যাকসিন তিনি নিয়েছেন।

চীনের সরকারি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এবং যুক্তরাষ্ট্রের তালিকাভূক্ত সিনোভ্যাক বায়োটেক যৌথভাবে এই ভ্যাকসিন গুলি আবিষ্কারের দায়িত্বে আছে। গত জুন মাসে ক্যানসিনো বায়োলিজিকসের আবিষ্কার করা ভ্যাকসিনটি সেনাবাহিনীদের দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

Back to top button