অফবিটআন্তর্জাতিক

সমুদ্রে দাঁপিয়ে বেড়াচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, আতঙ্কে পর্যটকরা

ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ। সম্প্রতি এই সাপের দেখা পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার ডারবান সমুদ্রে। আর সেই কারণে সমুদ্রে বেড়াতে যাওয়া ভ্রমণার্থীদের মনে জন্ম নিয়েছে আতঙ্ক। কারণ সমুদ্রের জলেই ভেসে এসেছে ওই বিষাক্ত সাপটি।

ডারবানের অ্যাডিংটন সমুদ্রে সাঁতার কাটতে দেখা যায় ওই সাপটিকে। আর সেই ভিডিও ভাইরাল হতেই নড়ে ছোড়ে বসে ডারবান শহরের প্রশাসন। ঘটনা স্থলে সাথে সাথে পৌঁছায় মেরিন বায়োলজিক্যাল রিসার্চ -এর কর্মীর। সেখানে এসে তারা ওই ভয়ঙ্কর সাপটিকে উদ্ধার করে তারা।

সংস্থার পক্ষ থেকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে আর কোনও ব্ল্যাক মাম্বা সাপ সমুদ্র সৈকতে আছে কিনা ?

দক্ষিণ আফ্রিকার অ্যাসোসিয়েশন অব মেরিন বায়োলজিক্যাল রিসার্চের সংরক্ষণের অন্যতম আধিকারিক ডা. জুডি মান বলেছেন, সাপটির স্বাস্থ্য পরীক্ষার পর বর্তমানে একটি সাধারণ ঘরে রাখা হয়েছে।

সাপটি যেহেতু সামুদ্রিক প্রাণী নয়, তাই এটি গভীর সমুদ্রে সাঁতার কাটতে কাটতে বেশ দুর্বল হয়ে গেছে। তাই সাপটি বর্তমানে শরীরে জল শূন্যতায় ভুগছে। সাপটির জল শূন্যতা কেটে উঠলে আবার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ছেড়ে দেয়া হবে।’

Back to top button