Recipe: পাকা আম দিয়ে তৈরী করুন সুস্বাদু লাচ্ছি, শিখেনিন বানানোর সহজ পদ্ধতি
বাজারে সবে উঠতে শুরু করেছে পাকা আম। যারা লাচ্ছি পান করতে পছন্দ করেন, তারা চাইলে পাকা আম দিয়ে লাচ্ছি তৈরি করতে পারেন। এটি স্বাদে অনন্য। এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি মুহূর্তেই প্রাণ জুড়াবে।
পাকা আমে আছে বিভিন্ন পুষ্টিগুণ। একই সঙ্গে দই ও পেস্তা বাদাম সবই স্বাস্থ্যকর।
এসব উপকরণের মিশেলেই তৈরি করা হয় আমের লাচ্ছি। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক আমের লাচ্ছির রেসিপি-
উপকরণ
১. পাকা আম ১টি
২. চিনি ১ টেবিল চামচ
৩. মিষ্টি দই ১ কাপ
৪. পেস্তা বাদাম ২/৩টি (কুচি করা) ও
৫. এলাচ গুঁড়া ১ চিমটি
পদ্ধতি
প্রথমে পাকা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।
এরপর দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে ঢালুন। উপরে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি। পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আমের লাচ্ছি।