মৌয়ের কষ্টে কষ্ট পাচ্ছে নির্ঝরও! তবে কী এবার বদলে যাবে ডোডো মৌয়ের সম্পর্কের সমীকরণ? ‘মেয়েবেলা’ গল্পে নতুন মোড়
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘মেয়েবেলা’।এই ধারাবাহিকের মুক্ষ চরিত্রে রয়েছে অভিনেতা অর্পণ ঘোষাল এবং অভিনেত্রী স্বীকৃতি মজুমদার।গল্পে ডোডো এবং মৌ এর রসায়ন দর্শকরা খুবই পছন্দ করছে।শুরু থেকেই এই ধারাবাহিকের গল্পটি সকল দর্শকের মন কেঁড়ে নিয়েছে।ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের থেকে একটু আলাদা।
এই সিরিজের পরবর্তী ট্র্যাকে, ডোডো চাঁদনীর সাথে কফি খেতে যাবে। এরপর থেকে মৌ ডোডো থেকে দূরে থাকবে। সে রাতে ডোডোর ঘরেও ঘুমাবে না। ডোডোকে আর কখনও না বলবেন না। এড়িয়ে যাবে তাকে। মৌ তাকে এমন অবহেলা করছে দেখে কষ্ট পাবে ডোডো।
শুধু তাই নয়, মৌকে ল্যাপটপের কাজে সাহায্য করে দেবে নির্ঝর । তবুও মৌ তার সাথে কথা বলে না । সে অবাক হয়ে তাকায় মৌয়ের দিকে। এরপর চাঁদনী ডোডোকে রাতে ফোন করে । কিন্তু এই ফোন দেখে মৌয়ের মুখে রাগ দেখা যায়।তবে কি এই রাগ প্রকৃত ভালোবাসা? অন্যদিকে চাঁদনীকে ভুলতে পারবে কি ডোডো? দেখা যাক কি হয় এরপর। সময় উত্তর দেবে সব প্রশ্নের।