বিনোদন

চলতি মাসেই সম্পূর্ণ হতে চলেছে পরিণীতি-রাঘবের বাগদান

গেল এপ্রিলের শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির পরিচিত নেতা ও সাংসদ রাঘব চাড্ডা। তবে শেষমেশ জানা গেলো সত্যিটা। খবর মিলছে, দিল্লিতে আগামী ১৩ মে বাগদান সারবেন পরিণীতি ও রাঘব।

আর আগে গত মাসে দুজনকে মুম্বাইতে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয় আলোচনা। চলে তাদের ডেটিং নিয়েও গুজব। একই সঙ্গে প্রিয়াঙ্কার ভারত সফরে আসাতেও পরিণীতির বিয়ের গুঞ্জনকে জোড়ালো করে। আর তখনই রটে যায় যে লুকিয়ে পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছেন তারা।

যদিও সেই সময় দেশে ‘সিটাডেল’র প্রমোশন করেন প্রিয়াঙ্কা। অপরদিকে পরিণীতি বা রাঘব কেউই তাদের সম্পর্কের ব্যাপারটি এখনও নিশ্চিত করেননি!

এদিকে ডিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণীতির ‘কোড নাম: তিরঙ্গা’র সহ-অভিনেতা হার্ডি সান্ধু বলেন, ‘ফোন করে ইতিমধ্যেই তিনি অভিনন্দন জানিয়েছেন’ পরীকে। তিনি আরও জানান, ‘আমি খুব খুশি যে এটি অবশেষে ঘটছে। আমি ওদের শুভেচ্ছাও জানিয়েছি’।

চলতি বছরের শুরুর দিকে পরিণীতি ও রাঘবের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে মুম্বাইয়ে পর পর দুটি ডিনার ডেটে যাওয়ার পরে। লন্ডনে একসঙ্গে পড়ালেখার সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব আগে থেকেই ছিল। তবে এতদিন তাদের মধ্যে এমন ঘনিষ্টতা দেখা যায়নি।

Back to top button