‘মুম্বাইকে অপমান’- কঙ্গনার মা এবার শিবসেনা কে দিলো মুখের উপর জবাব
শিবসেনা ইদানিং যতটা না বিরোধী দল বিজেপিকে নিয়ে সমস্যায় তার থেকেও বেশি সমস্যাতে এখন কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। কারণ মহারাষ্ট্রে এই প্রথম শিবসেনার উপরে কেউ চোখে চোখ রেখে কথা বলছে। সেই সাথে এই প্রথম শিবসেনার প্রধানকে কেউ ‘তুই’ বলে সম্বোধন করছে।
আর কঙ্গনার এই রূপে শিবসেনা এখন ভিশন চাপে। শিবসেনার পাশে নেই এখন মুম্বাইয়ের বেশিরভাগ জনতা এমনকি সাথে নেই বলিউড। আর এরকম পরিস্থিতিতে কঙ্গনার পাশে দাঁড়ালো তার মা আশা রানাওয়াত তিনি আজ বলেন ‘আমি কঙ্গনার সাথে আছি, শুধু আমি কেন পুরোদেশ কঙ্গনার সাথে রয়েছে, আমি ছোটবেলার থেকেই আমার মেয়ে সত্যির সাথে চলার কথা বলেছি।শিবসেনা আমার মেয়েকে কষ্ট দিয়েছে, শিবসেনা আমার মেয়ের সাথে অন্যায় করেছে। ‘ তিনি আরও বলেন ‘ এই শিবসেনা বালাসাহেবের সেই শিব সেনা নয় যার নাম আমরা অনেক বছর থেকে শুনে আসছি। এই শিবসেনা কাপুরুষ ও ভীতু যে কিনা একজন মেয়ের উপর আক্রমণ করছে। ‘