নিউজ

AK-47’র গুলিও রুখে দেবে ভারতীয় সেনার নতুন এই অভিনব জ্যাকেট!

ভারত সরকার এবার সেনাদের সুরক্ষার জন্য নিচ্ছে নতুন উদ্যোগ। ভারতীয় সেনার সুরক্ষাতেই তৈরী করা হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট। আর এই অভিনব জ্যাকেটগুলো তৈরী করছে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার।জানাগেছে নতুন এই জ্যাকেটের নাম দেওয়া হয়েছে ‘ভাবা কবচ’।

নতুন ধরণের এই অভিনব জ্যাকেট তৈরী করা হচ্ছে হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম মিধানিতে। শুধু বুলেট প্রুফ জ্যাকেট নয় সেনাবাহিনীদের জন্য তৈরী করা হচ্ছে বুলেট প্রুফ যান। আর সেই সাথে তৈরী করা হচ্ছে বিশেষ ধরণের তাবুঁ। কারণ ডিসেম্বর মাসে লাদাখের মতো বিভিন্ন জায়গাতে তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে নেমে যায়। তাই সেইসব এলাকাতে পাঠানো হয়েছে বিশেষ ধরণের তাবুঁ যেখানে ৮-১০ জন সেনা নিশ্চিন্তেই থাকতে পারবে।

শীতকালের প্রচন্ড শীতে সেনাবাহিনীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তাই তৈরী করা হচ্ছে নতুন এই আধুনিক সরঞ্জাম। আর সেইসব নতুনদের তালিকায় নতুন সংযোজন হলো ‘ভাবা কবচ’ জ্যাকেট, জানা গিয়েছে AK-47 রাইফেলের গুলিও এই জ্যাকেট ভেদ করে ঢুকতেই পারবে না।

Back to top button