বিনোদন

‘মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি’, জটিল অসুখকে হার মানিয়ে অভিনয়ে ফিরলেন অঞ্জনা বসু

বাংলা টেলিভিশনের এক অতি জনপ্রিয় মুখ অঞ্জনা বসু। সিনেমার পাশাপাশি একাধিক ধারাবাহিকেও দেখা গেছে অভিনেত্রীকে। তাঁর কথা বলার ধরন, চারিত্রিক দৃঢ়তা কমবেশি প্রতিটি মানুষকেই আকর্ষণ করে। তার দাপুটে অভিনয় দক্ষতার প্রমাণ সকলেই পেয়েছে। সম্প্রতি তাকে ‛পিলু‘ ও ‛মন মানে না’ সিরিয়ালে দেখা গিয়েছে। তবে, দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে আর দেখা যাচ্ছে না। আর সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

অনেকেই হয়তো জানেন না, হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, তাঁর বাঁচার আশাও নাকি ছিল না। আর সেই কারণেই অভিনেত্রীকে আর পর্দায় দেখা যায়নি। এবার নিজের মুখেই শারীরিক সমস্ত ঘটনা বললেন অভিনেত্রী।

নিজের অসুস্থতার বিষয়ে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় অঞ্জনা বলেন, “আমার দু’বার কোভিড হয়েছে। দ্বিতীয় বার কোভিডের সঙ্গে তো ডেঙ্গিও হয়েছিল। আমার ফুসফুস, কিড্‌নি সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আগে সুগার ছিল না। সেই রোগও ধরে গিয়েছে। আমার জরায়ুতে একটা বিশাল আকারের টিউমার ছিল। সেটাও অপারেশন করতে হয়েছিল। আমার বাঁচার আশা ছিল না। ফিরে এসেছি। আবার পুরনো জীবনে ফিরছি, সেটাই অনেক।”

তবে, আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। তিনি জানিয়েছেন যে, যেকটা দিন তিনি কাজ করেননি খুব মিস করেছেন কাজটাকে। সুস্থ হয়ে তিনি আবার ফিরছেন ধারাবাহিকে। ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন ধারাবাহিকের শুটিং। আবারো সেই পুরনো অঞ্জনাকে সকলেই দেখতে পাবে টিভির পর্দায়।

Back to top button