বিনোদন

‘বেল্ট কাকি জিন্দাবাদ’, কলেজে বদমাইসদের শায়েস্তা করল মিতুল, প্রকাশ্যে ‘খেলনা বাড়ি’র ধামাকাদার প্রোমো

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল খেলনা বাড়ি। এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা তিনের মধ্যে রয়েছে জি বাংলার এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকে মিতুল চরিত্রে আরাত্রিকা মাইতির অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হন। অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিকের মিতুলের চরিত্রটি সবার মন কেড়ে নিয়েছে। বয়স কম হলেও অভিনয়ের মাধ্যমে খুব কম সময়ই সকলের মন জয় করে নিয়েছে এই মিষ্টি মেয়েটি।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, কাহিনী লিপ নেওয়ার পর শুরু হয়েছে মিতুলের নতুন অধ্যায়। মিতুল এখন বড় বড় দুই ছেলেমেয়ে গুগলি আর আদরের মা। তারা দুজনেই এখন বেশ বড়। গুগলি এখন কলেজের ছাত্রী। বাস্তবে মিতুল ওরফে আরাত্রিকা নিজে এখনও স্কুলের গন্ডি না পেরোলেও এত অল্প বয়সেই সিরিয়ালের গল্পে একজন কলেজ পড়ুয়া মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করে আগেই দর্শকমহলে দারুন প্রশংসিত হয়েছেন তিনি।

নিয়মিত দর্শকরা দেখেছেন অন্যায় দেখলে বরাবরই প্রতিবাদ করে মিতুল। আগের মতো তার সেই স্বভাবের বদল হয়নি এখনও। মিতুল গুগলিরই কলেজে পড়াশোনা করার জন্য ফর্ম ফিলআপ করেছে। তবে এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো।

সেই প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে আবার নিজের আগের রূপে ফিরে এসেছে মিতুল। কলেজে আসা নতুন ছাত্র-ছাত্রীদের বিরক্ত করায় সবকটা বদমাইশকেই বেল্ট হাতে জড়িয়ে চাপকে সোজা করে দেয় মিতুল। বেল্ট হাতে মিতুলের এই প্রতিবাদী রূপ দেখে সবাই তাঁর উদেশ্যে ‘বেল্ট কাকি’ জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকে।

Back to top button