বিনোদন

‘চিঠি’ পৌঁছে গেল বলিউডে, এবার হিন্দি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পেলেন দেবচন্দ্রিমা!

বাংলা ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সম্প্রতি ‛সাঁঝের বাতি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা। সেই সিরিয়ালে চারুর চরিত্রে অভিনয় করে সকলের মনজয় করেছিলেন অভিনেত্রী। এরপর তাকে দেখা গিয়েছিল ‛সাহেবের চিঠি’ নামের একটি সিরিয়ালে।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ এই অভিনেত্রী। মাঝেমধ্যেই ছবি এবং রিল ভিডিও শেয়ার করে নজর কাড়েন নেটিজেনদের। অভিনেত্রী দেবচন্দ্রিমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।

আর সেখানে তিনি নিজের প্রতিদিনের জীবনযাত্রার ভিডিও শেয়ার করেন দেবচন্দ্রিমা। তবে, এবার অভিনেত্রীর জীবনে এলো নতুন সুখবর। জানা যাচ্ছে যে, কালার্স বাংলার আসন্ন সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবচন্দ্রিমাকে।

সীমা এবং সুধীর শর্মার সানসাইন প্রোডাকশনের আপকামিং মেগার নাম এখনও ঠিক হয়নি। তবে সিরিয়ালে নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় তারকা রাজবীর সিং-কে। কবে থেকে পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিক সেটাই দেখার।

Back to top button