বিনোদন

‘মা’ সিরিয়ালে করেছিলেন দুর্দান্ত অভিনয়, কাজের অভাবে হারিয়ে গেলেন খলনায়িকা ‘ফুলকি’!

বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যাদের কাজ দর্শকরা খুবই পছন্দ করেছেন। এমনকি আগামী দিনে তাদেরকে আবার নতুন ভাবে পর্দায় দেখতেও চান দর্শকরা। তবে সে সমস্ত জনপ্রিয় তারকারা কোথায় যেন হারিয়ে গিয়েছেন। এমনই একজন অভিনেত্রী হলেন অস্মিতা চক্রবর্তী। অস্মিতা স্টার জলসার জনপ্রিয় ‘মা’ সিরিয়ালে ফুলকি নামে অভিনয় করেছিলেন।

২০০৯ সালে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ‘মা’ সিরিয়াল। মা-মেয়ের কাহিনী খুব কম সময়ের মধ্যেই মুগ্ধ করেছিল দর্শকদের। ছোট্ট ঝিলিক এবং তাঁর মা’কে কেন্দ্র করেই আবর্তিত হতো সিরিয়ালের গল্প। তবে শুধুমাত্র ঝিলিক এবং তাঁর মা’ই নয়, সিরিয়ালের খলনায়িকা ফুলকির চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীও। আর এই ধারাবাহিকে কাজ করেই শ্রেষ্ঠ খলনায়িকার শিরোপাও জিতেছিলেন অস্মিতা।

ফুলকি চরিত্রটির জনপ্রিয়তা এতটাই ছিল যে অস্মিতাকে দর্শকেরা ফুলকি নামেই মনে রেখেছেন। বর্তমানে এমন একজন দক্ষ অভিনেত্রীর হাতে কিনা কাজ নেই। সম্প্রতি এই বিষয়ে একটি ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুলেছিলেন ফুলকি ওরফে অস্মিতা। অভিনেত্রী জানিয়েছেন কোভিড লকডাউনের পর থেকেই নাকি তার হাতে কোনো কাজ ছিল না। অভিনেত্রী বলেছেন তিনি এত সহজে হাল ছাড়বেন না।

অস্মিতা আরও বলেছেন তিনি জীবনে কোনও কিছুই সহজে পাননি। তাকে সবকিছু লড়াই করে আদায় করে নিতে হয়েছে। কিন্তু তিনি আশা করেন যে একদিক কেউ না কেউ তার প্রতিভার গুরুত্ব নিশ্চয়ই দেবে। অস্মিতার অনুরাগীরাও ফের তাঁকে পর্দায় দেখার আশা করেন।

Back to top button