PAN-AADHAR লিংক না করলে কি কি অসুবিধা হবে? দেখেনিন ১৬ টি সমস্যার তালিকা
সরকার ইতিমধ্যেই জারি করেছে প্যান ও আধার কার্ডের লিংক করা সম্পর্কে বিশেষ নির্দেশিকা।এবার তারিখ বাড়ানো হলেও রাখা হয়েছে ১০০০ টাকা জরিমানা। কারণ একাধিকবার বিজ্ঞপ্তি জারি করা ও তারিখ বদল করা সত্ত্বেও এখনো লিংক করেননি একাধিক ব্যক্তি।
প্যান ও আধার কার্ড লিংক না করলে আপনি যা যা অসুবিধায় পড়তে পারেন সেই সম্পর্কে দেখেনিন –
১. আপনি কোনোরকম সঞ্চয় বা বিনিয়োগ করতে পারবেন না। সমস্ত রকমের সরকারি প্রকল্পের টাকা আটকে যাবে।
২. ভারতের যেকোনো ব্যাংকেই আপনি নতুন আকাউন্ট খুলতে পারবেন না
৩.মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারবেন না
৪.এমনকি ব্যাংকের পাসবুক আপডেট ও ব্যালেন্স চেক করার ক্ষেত্রেও পড়তে পারেন অসুবিধায়
৫.ব্যাংকের কোনো ফিক্সড ডিপোজিট থাকলে টা অকেজো হয়ে যাবে
৬.প্যান আধার ব্লিঙ্ক না থাকলে করা যাবেনা শেয়ার বাজারে বিনিয়োগ
৭.এমনকি আপনার নিজের নামে কোনো ট্রাস্ট বা NGO রেজিস্টার করতে পারবেন না
৮.সম্পত্তি কেনা অথবা নিকৃ করার সময় পড়তে পারেন বিভিন্ন সমস্যায়
৯.নতুন করে খুলতে পারবেন না কোনো দ্বিমত একাউন্ট
১০.যারা চারি করছেন বা পেনশন তুলছেন তাদের পেমেন্ট নিয়ে সমস্যা দেখা দিতে পারে
১১.আপনি নতুন চাকরিতে যোগ দেওয়ার সময়েও পড়তে পারেন সমস্যায়
১২. সমস্ত রকমের বীমা সংক্রান্ত কাজে আপনার সমস্যা হতে পারে
১৩.গাড়ি ও বাড়ির জন্য লং নিতে গেলেও সমস্যা হবে
১৪.এমনকি আপনি যদি আপনার পুরোনো গাড়ি বিক্রি করতে যান তখন সমস্যায় পড়তে পারেন
১৫.প্যান কার্ড ছাড়া নতুন ক্রেডিট কার্ডের আবেদন সম্পন্ন হবে না
১৬. ব্যাংকের ড্রাফট ও চেক সংক্রান্ত কাজের সমস্যা দেখা দিতে পারে