বিনোদন

অবশেষে জিতলো মিশকা! ডিভোর্সের জন্য কোর্টে হাজির সূর্য-দীপা, ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বে রয়েছে বড় চমক

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকটি হলো ‘অনুরাগের ছোঁয়া’। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে। তাই গল্পের নায়ক -নায়িকা সূর্য -দীপার মিলন দেখার আশায় প্রতিদিন রাত সাড়ে ন’টা বাজতেই বাড়ির মহিলারা টিভির সামনে বসে পড়েন।

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, দীপা ডাক্তারের কাছ থেকে তার আরেক মেয়ের কথা জানতে পেরেছে। এবং তাকে খুঁজতে মরিয়া দীপা। এই সুযোগকেই কাজে লাগিয়ে মিশকা দীপাকে ব্ল্যাকমেল করতে থাকে। তবে মিশকার কোনো ষড়যন্ত্রই তেমনভাবে সফল হয় না। অবশেষে দীপা লাবন্যর কাছে থাকে জানতে পারে সোনাই তার আর এক মেয়ে। এরই মধ্যে চ্যানেলের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে একটি প্রোমো ভিডিও। যা দেখেই রীতিমতো বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে দর্শকদের।

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, কোর্টে হাজির হয়েছে সকলে। সেখানে সূর্য বলে, আমি এই বিয়ে ভাঙতে চাই। সূর্যর মুখে এমন কথা শুনে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং বলে ‘সোনা-রুপার জন্য এই বিয়েটা ভেঙে যেতে দিও না ঠাকুর’। তবে এরপর সূর্য আরও বলে, ‘দীপা আমাকে আর আমার মেয়েকে কিছুতেই শান্তিতে থাকতে দেবেনা। তাই সারাজীবনের জন্য আমি মুক্তি চাই।’

এর পর জজ সাহেব দীপাকে প্রশ্ন করেন, ‘আপনি কী চাইছেন মিসেস দীপা সেনগুপ্ত?’ প্রোমোতে এতটুকুই দেখা গিয়েছে। তবে এই নতুন প্রোমো বহু প্রশ্নের জন্ম দিয়েছে দর্শকদের মনে। তাহলে কি এবার সূর্য-দীপার ডিভোর্স হবে? দীর্ঘদিন পর কিছুটা হলেও ঠিক হতে চলা সম্পর্ক কি আবারও ভেঙে যাবে? এইসব প্রশ্নের উত্তর ধারাবাহিকের আগামী পর্বেই পাওয়া যাবে।

Back to top button