গর্ত থেকে উঁকি দিচ্ছে অসংখ্য বিষাক্ত সাপ! ভিডিও দেখে হাড়হিম নেটবাসীর
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে সাপের গোটা পরিবারকে দেখা যাচ্ছে। মাটির মাঝখানে একটি গর্ত রয়েছে। আর সেখান থেকেই মুখ বের করে কিলবিল করছে ‛একগুচ্ছ সাপ’। কোনো সাপ গলা উচিয়ে আশেপাশ দেখছে। আবার কোনো সাপ জিভ বের করে ভয় দেখাচ্ছে।
আর তীক্ষ্ণ নজর দিয়ে সাপগুলো চারিদিক বেশ ভালো করে দেখে নিচ্ছে। এক মহিলা বেশ সাহসের সঙ্গেই ভিডিওটি করেছেন। তবে, তিনি বেশ দূর থেকেই ভিডিওটি করেছেন।