স্টার জলসার পর্দায় আসতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক, বন্ধের মুখে এই ৩ সিরিয়াল!
বাংলা সিরিয়ালের জন্য টিআরপি তালিকার গুরুত্ব অপরিসীম। কারণ এই তালিকা নির্ধারণ করে দেয় বাংলার সব সিরিয়ালের ভাগ্য। টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। টিআরপি টানতে না পারলে গল্প শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। তবে গত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে টিআরপি তালিকার প্রথম আসন স্টার জলসা ধরে রাখলেও জি বাংলার ধারাবাহিকগুলো কিন্তু বেশি টিআরপি পাচ্ছে।
এই কারণে নতুন ধারাবাহিক আনতে কিন্তু কোনো খামতি রাখছে না স্টার জলসা। দীর্ঘদিন অপেক্ষা করিয়ে অবশেষে স্টার জলসা রামপ্রসাদের টাইম স্লট এবং সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১৭ ই এপ্রিল থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬.০০টার সময় দেখা যাবে এই ধারাবাহিকটি। তবে অন্যদিকে টিআরপির অভাবে ‘বালিঝড়’কে সরে যেতে হচ্ছে। আর ‘বালি ঝড়ের’ স্লট পাচ্ছে রামপ্রসাদ। তবে শুধু রামপ্রসাদই নয়, জানা গেছে স্টার জলসাতে আসতে চলেছে আরও একাধিক নতুন ধারাবাহিক।
তবে এরই মধ্যে দর্শকরা অনুমান করছে ‘গুড্ডি’ সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে নতুন সিরিয়ালের হাত ধরে স্টার জলসার পুরনো জনপ্রিয় দুই তারকা সৈয়দ আরেফিন এবং দীপান্বিতা রক্ষিত আবার ফিরতে চলেছেন টেলিভিশনের পর্দাতে। যদিও নতুন ধারাবাহিকের নাম সম্পর্কে কোনো কিছু জানা যায়নি।
তবে জানা গেল এসভিএফ আরও একটি নতুন ধারাবাহিকের পরিকল্পনা করেছে। তবে স্টার জলসাতে গুড্ডি সিরিয়ালের পাশাপাশি গাঁটছড়া সিরিয়ালটিও বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বর্তমানে অনুমান করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে স্টার জলসায় একাধিক পরিবর্তন আসতে চলেছে।