আর মিশকা নয়, এবার দীপাই মিশকাকে তার ফাঁদে ফেলবে! ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে মহাচমক
বর্তমানে বাংলা জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকটি প্রায় সমস্ত বাঙালিদের ঘরে নিজেদের জায়গা করে নিয়েছে। টিআরপির তালিকাতেও শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। দীর্ঘদিন ধরে একই ট্র্যাকে চলছে এই সিরিয়ালটি। গল্পে নতুন নতুন টুইস্ট থাকলেও ভক্তরা সূর্য ও দীপার মিল দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে এখন এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনা।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, মিশকার প্রায় সব ষড়যন্ত্রই ধীরে ধীরে বিফলে যাচ্ছে। তবে এখন দীপা জানতে পেরেছে সোনাই তার আর এক সন্তান। সম্প্রতি ধারাবাহিকের এক পর্বে দেখা গিয়েছে দীপা ডিভোর্স পেপারে সই করতে গেলেই তাকে আটকে দেয় লাবণ্য সেন। এরপরেই লাবণ্য বাধ্য হয়ে দীপাকে সব সত্যি জানিয়ে দেয়।
তারপরই ওই রাতেই দীপা সোনাকে আনার জন্য চলে যায় সেনগুপ্ত বাড়িতে। তবে এদিন দীপাকে আটকে দেয় লাবণ্য আর প্রবীর। এরপর দেখা যায় দীপার বাড়িতে উপস্থিত হয় মিশকা। সে দীপার থেকে ডিভোর্স পেপার নেয়ার জন্য সেখানে যায়। তবে দীপার ঘরে ঢুকে সে দেখতে পায় ডিভোর্স পেপার টুকরো হয়ে পড়ে রয়েছে। আর তা দেখেই প্রচন্ড রেগে যায় মিশকা।
তখনই সেখানে চলে আসে রুপার মামী। এরপর দীপার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে মিশকা। বাইরে দীপা মিশকার মুখোমুখি হয়। এবার সত্যিটা জানার পর মিশকাকে জব্দ করার ছক কষে দীপা।