বিনোদন

পড়াশোনার কথা জিজ্ঞাসা করতেই ‘গল্প শেষ’, দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে অনুমেঘার মিষ্টি জবাবের ভিডিও দেখে হেসে লুটোপুটি সকলে

বাংলা টেলিভিশনে জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান। এই গেম শোটি টানা ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশনের পর্দায় চলছে। এই গেম শোয়ের সঞ্চালিকা হলেন রচনা ব্যানার্জী। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মিঠাইয়ের ছোট্ট মিষ্টির দুষ্টুমি দেখে অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং রচনা ব্যানার্জি-ই। এপিসোডের ছোট্ট ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। খুদের দুস্টুমি দেখে চমকে গিয়েছে নেটবাসীও।

দেখা গিয়েছে, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে মায়ের সঙ্গে গিয়েছে ছোট্ট অনুমেঘা। সেখানে গিয়েই পাকা পাকা কথা শুরু করে দিয়েছে মিষ্টি ওরফে অনুমেঘা। মিঠাই ধারাবাহিকের ডায়লগও এক নিমেষেই বলে ফেলেছে সে।

এরপর রচনা মিষ্টির থেকে পড়াশোনার ব্যাপারে জানতে চাইলেই মিষ্টি তৎক্ষণাৎ স্পষ্ট বলে দেয়, গল্প শেষ। দিদি নাম্বার ওয়ানের এই এপিসোডের ছোট্ট ঝলক দেখে দর্শক বলছেন, অনুমেঘা অনেক ছোট। পড়াশোনা করবে না এটাই স্বাভাবিক।

তবে অনেকেই বলেছেন ওর স্মরণশক্তি যে কত প্রখর তা ওর ডায়লগ বলার ধরণ দেখেই বেশ বোঝা গিয়েছে। আর এই কারণেই কমেন্ট বক্সে মিষ্টির উদ্দেশ্যে অনেকটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। উল্লেখ্য, সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা গিয়েছিল মিঠাইয়ের পুরো পরিবারকে।

Back to top button