ডিভোর্স পেপার ছিঁড়ে দীপাকে সত্যিটা জানাল লাবণ্য সেন, অবশেষে সোনার আসল পরিচয় জানল দীপা
বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। জনপ্রিয়তার সাথে সাথে টিআরপির তালিকাতেও শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। সাম্প্রতিক ধারাবাহিকের কয়েকটি পর্বে দেখা গিয়েছে অনেক চমক যা ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই দেখেছেন। কিন্তু এই চমকের শেষ নেই।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, খলনায়িকা মিশকার বুদ্ধির জোরেই বারবার এক হতে গিয়েও দূরে চলে যাচ্ছে সূর্য দীপা। তবে এখন দীপা জানতে পেরেছে সে জমজ সন্তানের মা। রুপা ছাড়াও তার আর এক সন্তান রয়েছে। এই সুযোগটাই কাজে লাগিয়ে মিশকা অনবরত দীপাকে হুমকি দিয়ে যাচ্ছে। সে দীপাকে ডিভোর্স পেপারে সই করতে বলে, আর দীপা যদি সই না করে তাহলে সে রুপাকে প্রাণে মেরে ফেলবে। মিশকার মুখে এই কথা শুনে দীপা ভয় পেয়ে যায়। তবে অন্যদিকে বাড়িতে সূর্যের মুখে দীপার যমজ সন্তানের কথা শুনেই দীপার বাড়িতে চলে আসে লাবণ্য সেন।
তবে এদিন দীপার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই দীপার নামে মিশকা সূর্যের কান ভাঙাচ্ছিল। তবে তখনই সেখানে উপস্থিত হয় লাবণ্য। আর সে মিশকার সব কথা শুনে নেয়। এরপরেই লাবণ্য সেন মিশকাকে ঠাঁটিয়ে চোর মেরে সাবধান করে আর যেন সে এই কাজ না করে। কিন্তু তারপরেও মিশকা আবার দীপাকে ফোন করে ডিভোর্স পেপারে সই করতে বলে। আর যখন দীপা মিশকার কথায় ডিভোর্স পেপারে সই করতে নেয় তখনই এসে তাকে থামিয়ে দেয় শাশুড়ি লাবণ্য সেন।
দীপার হাত থেকে সেই ডিভোর্স পেপার কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে লাবণ্য। এরপরই বাধ্য হয়ে শাশুড়ি লাবণ্য দীপাকে সব সত্যিটা বলে দেয়। আর দীপা লাবণ্যর মুখে সবটা শুনে ক্ষোভে ফেটে পড়ে লাবণ্য ওপর। এরপর দীপা জানিয়ে দেয় সে শুধু তার মেয়েকে ফিরে পেতে চায়। এখন দেখার পালা ধারাবাহিকের আগামী পর্ব গুলিতে কী চমক আসতে চলেছে।