টিকলির পর এবার মৌ! ‘মেয়েবেলা’ ধারাবাহিকে পিসেমশাইয়ের নোংরা চরিত্রে ক্ষুব্ধ দর্শক
বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলোর মধ্যে একটি হলো মেয়েবেলা। কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিকটি সকল দর্শকদের নজর কেড়েছে। এই ধারাবাহিকের গল্পটি বাস্তব জীবনের সাথে মিল থাকায় দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। কিভাবে এক ছাদের নিচে থাকতে থাকতে মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পকেই খুব সুন্দর ভাবে টিভির পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে।
এই ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করা দাপুটে অভিনেত্রী রুপা গাঙ্গুলি তাঁর ছেলে ডোডো-মৌয়ের মধ্যে নতুন সম্পর্কের পাশাপাশি ডোডোর বোন টিকলির সাথে হওয়া শিশু নির্যাতনের ঘটনা দেখিয়ে গল্পের ট্র্যাক অন্যদিকে মুড়ে যাওয়ায় দর্শকদের নজর আরো কেড়েছে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন ২০ বছর আগে রঙ খেলার দিন মাত্র ৭ বছর বয়সে নিজের বড়ো পিসেমশাইএর হাতে নির্যাতনের শিকার হতে হয়েছিল টিকলিকে। সেই দিনের কথা ভাবলে আজও টিকলির গা শিউরে ওঠে। তাই পিসেমশাই এর নোংরা মুখোশ খোলার ২ ঘন্টার পর্বের ঝলক দেখেছে দর্শক।
পর্বে দেখা গিয়েছে, মিত্র বাড়ির সত্যনারায়ণ পুজোয় উপস্থিত হয়েছিল ডোডোর বড়ো পিসেমশাই সুবোধ দাশগুপ্ত। সেখানেই মৌ তাকে প্রসাদ দিতে এলে সবার সামনেই মৌয়ের হাত চেপে ধরে সুবোধ এবং অসভ্যতামো করতে থাকে মৌয়ের সাথে।এসব দেখার পর নিজের রাগ সামলাতে না পেরে সবার সামনে সুবোধের গালে চড় মারে বীথি মাসি। এই পর্ব দেখে অনেকে যেমন সুবোধের নিন্দা করছে আবার অনেকে এইভাবে মৌয়ের পাশে বীথি মাসির থাকা নিয়ে প্রশংসা করছে দর্শক।