বিনোদন

অভিনেত্রীদের দুর্দান্ত নাচে জমে উঠলো মঞ্চ! ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল নেটপাড়ায়

প্রতিবছরের মতো এবছরও ‘জি বাংলা’র ‘ডান্স বাংলা ডান্সে’র মঞ্চ জমে উঠেছে।কিন্তু প্রতিবছরের তুলনায় এবছরের ‘ডান্স বাংলা ডান্সে’ আরো বেশি জমে উঠেছে তার কারণ এবছর বিচারকের আসনে দেখা যাচ্ছে বাংলার তিন জনপ্রিয় অভিনেত্রীকে। তারা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলী, এবং পূজা ব্যানার্জী।গত বছরের ন্যায় এ বছরও সঞ্চালনার দায়িত্বে আছেন অঙ্কুশ হাজরা। গত বছর মিঠুন চক্রবর্তীকে পাওয়া না গেলেও এবছর তাঁকে অনুষ্ঠানে পাবেন দাদার ভক্তরা।

‘ডান্স বাংলা ডান্সে’র মঞ্চ থেকেই মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিচারকদের নাচের ভিডিও দেখা যায় এবং তা নেটদুনিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। আর দর্শকরা এইসব ভিডিও খুব পছন্দ করেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, তিনজন সুন্দরী অভিনেত্রী ‘পরম সুন্দরী’ গানে এক সাথে নাচ করছে। তারই সাথে দেখা যাচ্ছে সঞ্চালক অঙ্কুশ হাজরাকেও। অভিনয়ের দিক দিয়ে অভিনেত্রীদের জনপ্রিয়তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তারই সাথে তাদের নাচ মঞ্চে উপস্থিত দর্শক সহ নেটিজেনদেরও মুগ্ধ করেছে।

ইতিমধ্যে ভিডিওটিতে প্রচুর পরিমানে ভিউস এবং অসংখ্য লাইকও দেখা গিয়েছে। আবার অনেকে ভিডিওটি শেয়ারও করেছেন। ভিডিওটি দেখে অনেকে যেমন পজেটিভ কমেন্ট করেছে তেমনি অনেকে সমালোচনাও করেছেন।

Back to top button