বাবাইকে ফিরে পেয়ে মুখে হাসি ফুটল! নেটদুনিয়ায় মিষ্টি -সিডের আদুরে ছবি দেখে খুবই খুশি দর্শক
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। ধারাবাহিকে মিঠাই আর সিডের জুটি সকলের ভীষণ প্রিয়। আর গল্পে এই দুজনের মধ্যে একজন না থাকলে ধারাবাহিকটি অসম্পূর্ণ লাগে। আসলে এরকম বলার কারণ হলো সম্প্রতি পর্দায় মিঠাইয়ের উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায় গুরুতর চোট পেয়েছিলেন পায়ে।
পায়ে চোটের কারণে কয়েকদিন সিরিয়ালের শুটিংএ আসতে পারেনি। তবে যেটাই হোক এতদিন ধরে টিভির পর্দায় প্রিয় নায়ককে দেখতে না পেয়ে মন খারাপ ভক্তদের।
তাই প্রিয় নায়ককে পর্দায় দেখার জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে দর্শক। সকলে চেয়েছিল যে দ্রুত সিড পায়ের ছোট সারিয়ে পর্দায় ফিরে আসুক। অবশেষে সকলের কথা ই সত্যি হলো। ভক্তদের খুশি করতে মঙ্গলবার থেকেই মিঠাইয়ের শুটিং ফ্লোরে কামব্যাক করেছেন শাক্য-মিষ্টির বাবা।
সব কিছু ঠিক থাকলে বুধ অথবা বৃহস্পতিবার থেকেই সিডকে পর্দায় দেখা যাবে। অনেকদিন পর বাবাইকে পেয়ে খুবই খুশি পর্দার মিষ্টি অর্থাৎ অভিনেত্রী অনুমেগা কাহালিও। বাবা মেয়ের এই মধুর সম্পর্ক শুধু টিভির পর্দায় নয় রয়েছে বাস্তব জীবনেও। যা দর্শকরা দেখেছেন ছবি কিংবা ভিডিওতে।
অনেকদিন পর পর্দার বাবাইকে ফিরে পেয়ে তাঁর সাথে দুটি ছবি শেয়ার করেছিলেন মিষ্টি। ছবিতে দেখা যাচ্ছে আদৃতের জন্য বানানো গেট ওয়েল সুন কার্ড হাতে নিয়ে মিষ্টি বাবাইয়ের কোলে শুয়ে আছেন।