অরিজিতের নেই তুলনা! দামি গাড়ি ছেড়ে ট্রেনে করেই শিলিগুড়ি-র শোতে অরিজিৎ, প্রশংসা নেটিজেনদের
শুধু ভারত নয় সারা বিশ্বে রয়েছে তার অসংখ্য ভক্ত। বাংলার গর্ব ইনি হলেন গায়ক অরিজিৎ সিং। বলা চলে ভারতের সংগীত জগতের বাদশা হলেন অরিজিৎ। আর তার গান প্রতিবারই মুগ্ধ করে ভক্তদের। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং কিন্তু সম্পূর্ণ একজন মাটির মানুষ। বিলাসবহুল জীবনযাপনের বদলে খুব সাধারণ জীবনযাপন করাই পছন্দ করেন এই গায়ক। ফের একবার তা প্রমাণ হল। সম্প্রতি উত্তরবঙ্গ মাতাতে হাজির হয়েছেন অরিজিৎ। কিন্তু কিসে করে জানেন? সাধারণ ট্রেনে করে। তিস্তা-তোর্সা এক্সপ্রেসে করে নিউ জলপাইগুঁড়ি স্টেশনে হাজির হয়েছেন অরিজিৎ।
বরাবরই অরিজিৎ নিজের কাজের মধ্যে দিয়ে সরলতার ছাপ রেখেছেন। আর এবারেও তার খামতি হয়নি। বৃহস্পতিবার জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে ওঠেন গায়ক। এরপর নামেন নিউ জলপাইগুড়ি স্টেশনে। মাঝরাতেও তাকে দেখতে স্টেশনের মধ্যে উপচে পড়ে তার অনুগামীদের ভিড়। স্টেশনে ট্রেন ঢোকামাত্রই ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানায় অরিজিৎ। এই কনসার্টের আয়োজক তোচন ঘোষ অরিজিতের ট্রেন সফর নিয়ে বলেছেন যে, ‘ওর মধ্যে কোনও তারকাসুলভ আচরণ নেই। জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে করে এসেছে। সঙ্গে ৩০ জন বন্ধুকে নিয়ে এসেছে’।
তবে, দিন কয়েক আগে অরিজিতের এই কনসার্ট বন্ধের দাবিতে জনস্বার্থে মামলা করেছিলেন এক আইনজীবী। যদিও পরে তিনি সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন।
আসলে অরিজিত যেখানে কনসার্ট করবেন তার অল্প দূরেই রয়েছে একটি নার্সিংহোম। রোগীদের কথা ভেবেই মামলা করেছিলেন তিনি। যদিও আয়োজকরা শব্দ নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিয়েছেন বলেই জানিয়েছেন।