ভাইরাল ভিডিও

ঘরের ভেতর ঘাপটি মেরে বসে ছিল বিষধর কোবরা, ভিডিও দেখে হাড়হিম নেটবাসীর

মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন।

তবে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে ওঠে বিভিন্ন সাপের ভিডিও। সেই কারণেই সাপের ভিডিও দেখতে চাইতেন না কেউ তবে সময়ের সাথেই এখন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন সকলে। বিশ্বের একটি ভয়ংকর প্রজাতির প্রাণীদের মধ্যে সাপ হল অন্যতম।

সম্প্রতি এরকমই এক ভয়ঙ্কর সাপের ভিডিও রীতিমতো জনপ্রিয়তা পেলো নেটদুনিয়ার পাতায়। ভাইরাল হওয়া একটি ভিডিওটিতে দেখা গেছে, একটি গ্রামের বাড়িতে ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে বিশাল আকৃতির কেউটে সাপ। এরপর সেই সাপটিকে উদ্ধার করার জন্য একটি সাপ উদ্ধারকারী কর্মীকে সেখানে ডাকা হয়। যন্ত্রপাতি নিয়ে সেও কাজে লেগে পরে ওই সাপটিকে তুলতে। ওই উদ্ধারকালী কর্মীটি নিজের সাথে একটি স্টিলের ক্রেন এনেছিল, যা সাপটিকে ধরতে কাজে লাগান তিনি।

তবে ওই কাজটি করা অতটাও সোজা ছিল না! বারংবার রাগের মাথায় সাপটি ছোবল দিতে যায় এবং ফাঁস ফোঁসও করে। তবে ওই ব্যক্তির দক্ষতার সাথে সে কিছুতেই পেরে ওঠে না। শেষ পর্যন্ত ব্যক্তিটি বোতলের মধ্যে তার মাথাটি ঢুকিয়ে দেয় এবং নিজের জালে ভরে নেয় ওই বিষাক্ত সাপটিকে।

Back to top button