বিনোদন

সেন বাড়িতে ফিরে এলো দীপা! এবার কি ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র? ‘অনুরাগের ছোঁয়া’য় আসন্ন পর্বে রয়েছে বড় চমক

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। জনপ্রিয়তার সাথে সাথে টিআরপির তালিকাতেও শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। কিন্তু এত জনপ্রিয় হওয়ার সত্ত্বেও ধারাবাহিকের গল্পটি দীর্ঘদিন ধরে একই ট্র্যাকে চলার জন্য রীতিমতো বিরক্ত হয়ে উঠেছে দর্শক।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, সূর্যের বাবা অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে হাসপাতালে ছুটে আসে দীপা। তারপর সূর্যের সামনে দিপাকে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ জানায় সূর্যের বাবা।

এরইমধ্যে ফাঁস হওয়া ধারাবাহিকের আসন্ন ভিডিও দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে দর্শক। ভিডিওতে দেখা গিয়েছে সেন বাড়িতে হাসি মুখে ফিরছে দীপা। শ্বশুর মশাইয়ের কথা অমান্য করতে না পেরে শেষমেষ সেন বাড়িতে ফিরল দীপা। তারই সাথে দর্শকরা ভাবছে যে, এখন খুব দ্রুত ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র।

Back to top button