সিরিয়াল থেকে সোজা সিনেমায় সুযোগ, জিতের ‘চেঙ্গিজ’ ছবিতে থাকছেন সিরিয়ালের জনপ্রিয় নায়িকা
টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন জিৎ। দীর্ঘ সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছেন অভিনেতা জিৎ। তবে এবার নতুন ইতিহাস গড়তে চলেছেন বাংলার সুপারস্টার জিত্। বর্তমানে বাংলা সিনেমার থেকে বেশি দক্ষিণী সিনেমার দাপট চলছে। এবার বাংলা সিনেমাও প্যান ইন্ডিয়া ঝড় তোলার সুযোগ পেল জিতের হাত ধরে। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পেতে চলেছে জিতের ছবি ’চেঙ্গিজ’।
দক্ষিণী সিনেমা কেজিএফ, পুষ্পার মত এবার জিতের ‘চেঙ্গিজ’ ছবিটির সামনে সুযোগ রয়েছে প্যান ইন্ডিয়া মুক্তি পেয়ে ৩০০-৪০০ কোটি কিংবা তারও বেশি ব্যবসা করার। জিতের এই সিনেমাটি শুধু বাংলা নয়, হিন্দিতেও মুক্তি পাবে গোটা দেশে। তবে এই ছবিতে দেখা যাবে স্টার জলসার এক নায়িকাকে। তিনি হলেন শুভস্মিতা মুখোপাধ্যায়। শুভস্মিতা জিতের এই ছবির দ্বারা সিনেমার জগতে পা রাখলেন। তবে ‘চেঙ্গিজ’ সিনেমায় জিতের নায়িকা হিসেবে দেখা যাবে সুস্মিতাকে।
আর শুভস্মিতা অর্থাৎ হরগৌরী পাইস হোটেল সিরিয়ালের নায়িকা এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সম্প্রতি মুক্তি পেয়েছে জিতের ‘চেঙ্গিজ’-এর ট্রেলার। এই ছবিটিকে নিয়ে বাংলার পাশাপাশি গোটা দেশও বেশ আগ্রহ প্রকাশ করছে তা বলাই বাহুল্য। তবে জিতের এই ‘চেঙ্গিজ’ সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গেই ভাইজান অর্থাৎ সালমান খানের সঙ্গে টক্কর দিতে চলেছে। কারণ চেঙ্গিজ ছবি মুক্তির দিনই মুক্তি পেতে চলেছে সালমান খানের ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিটি।
বর্তমান সময়ে বলিউডের প্রায় প্রতিটি ছবির বাজেট ১০০ কোটির উপরে। সেখানে বাংলার এই ছবিটি বানাতে ১০ কোটি টাকা বাজেটে বানিয়েছেন নির্মাতারা। বলতে গেলে আগামী ২১ শে এপ্রিল গোটা দেশের পর্দা জুড়ে সালমান খানের সঙ্গে জিতের একটি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।