আদ্রিতের শার্ট গলিয়ে পোজ দিচ্ছেন দিদিয়া! ‘মিঠাই’ ধারাবাহিকের ‘নন্দা’র ছবি দেখে বিভিন্ন মন্তব্য করছে নেটিজেনরা
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। ধারাবাহিকে মিঠাই আর সিদ্ধার্থ ছাড়াও অন্যান্য চরিত্র গুলি জনপ্রিয় হয়ে উঠেছে। তেমনি মিঠাই ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কৌশাম্বি চক্রবর্তী। বর্তমানে কিছু নেটিজেনদের সমালোচনার বস্তু হয়ে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। পর্দার সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের সঙ্গে নন্দা ওরফে কৌশাম্বির প্রেমের গুঞ্জন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর অভিনেত্রী কৌশাম্বিকে টার্গেট করছে সকলে।
সম্প্রতি অভিনেত্রী একটি কফি শপ থেকে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ছবিকে ঘিরেও অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, পায়ে চোট পাওয়ার কারণে শুটিং এর সেটে আসতে পারছেন না সিদ্ধার্থ। আর এই সুযোগে কফি শপে গিয়ে নিজের ছবি পোস্ট করলেন
কৌশাম্বি।
কৌশাম্বির পরনে শার্টটি দেখে অনেকে মনে করছেন যে, এই শার্টটি উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়ের। কৌশম্বীকে অদৃতের শার্ট পরে থাকতে দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে উপচে পড়েছে একঝাঁক মন্তব্য।কারও প্রশ্ন কৌশাম্বীর চর্চিত প্রেমিক আদৃত যখন শয্যাশায়ী তখন সেই সুযোগেই কি তিনি তাঁর জামা পরে নিলেন? এবং তাতেই ক্ষেপে উঠেছে মিঠাই ভক্তরা। তার কারণ হলো পর্দায় সিড আর মিঠাই যতই স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করুক না কেন বাস্তব জীবনে তারা একে ওপরের সাথে কথা বলে না। তাই দর্শকরা মনে করছেন যে কৌশম্বি তৃতীয় ব্যক্তি হয়ে আদৃত সৌমিতৃষার মধ্যে ঢুকে পরে এমনটা হচ্ছে।
View this post on Instagram