এত বছর পর ফের এক ফ্রেমে সলমন ও ঐশ্বর্য! ভাইরাল ছবি দেখে হতবাক সকলে
বলিউডের নানান কেচ্ছা-কেলেঙ্কারি নিদর্শন তো পাওয়াই যায় সোশ্যাল মিডিয়ায়। তবে মানুষের বরাবর আগ্রহ থাকে তারকাদের অন্দরমহলের খবর রাখার। তবে বলিউডের প্রেম ও বিচ্ছেদ কোনো নতুন ব্যাপার নয়। বলিউডের প্রেম কাহিনী হার মানাতে পারে যে কোনো সিনেমাকেও। সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের প্রেম কাহিনী সকলের কাছেই স্পষ্ট। ‘হাম দিল দে চুকে সনম’ ছবি থেকে শুরু হয় দুজনের প্রেম। তবে সলমন ঐশ্বর্যকে বিয়ে করতে চাইলেও অভিনেত্রীর মা নাকি সলমনকে মেনে নিতে পারেন নি। এই কারণে পরবর্তী সময়ে দুজনের সম্পর্কে ভাঙন ধরে।
সালমান খান নাকি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো ঐশ্বর্যকে! সে কথা অভিনেত্রী নিজ মুখেই স্বীকার করেছিলেন। যদিও ২০০২ সালেই এই সবকিছুর ইতি হয়ে যায়। অভিনেতা সলমন খান কিন্তু এখনও বিয়ে করেননি। তবে অভিনেত্রী ঐশ্বর্য ২০০৭ সালে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সাথে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
সলমন ও ঐশ্বর্যকে কিন্তু এতদিন এক ফ্রেমে দেখা যায়নি। তবে এত বছর পর আবারো দুজনকে এক ফ্রেমে দেখা গেল! এই ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ উদ্বোধনে এই দিন হাজির হয়েছিলেন সলমন-শাহরুখের মতো একাধিক তারকারা। সেখানে গিয়ে অনেকেই একসাথে ছবি তুলেছিল আর এর মধ্যেই ক্যামেরা বন্দী হয় ঐশ্বর্য তার মেয়ে আরাধ্যা ও সলমন খান একসাথে।ছবিটি টুইটারে শেয়ার করেছিলেন এক ব্যাক্তি।
তিনি ছবি পোস্ট করে লিখেছেন- ‘একফ্রেমে সলমন-ঐশ্বর্যকে দাঁড় করানোর ক্ষমতা শুধু নীতা আম্বানিরই আছে’। এর পাশাপাশি অনেকেই ক্যামেরাম্যানেরও প্রশংসা করেছেন।