বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের প্রথম নায়িকা ছিলেন এই অভিনেত্রী, জেনেনিন তার পরিচয়
বলিউড বাদশাহ শাহরুখ খান শুধু বলিউডেই খ্যাতিমান নন, বিশ্বজুড়েই রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। কেবল অভিনয় দক্ষতাই নয়, স্ক্রিন প্রেজেন্স থেকে শুরু করে তার বিনয়ী স্বভাবের জন্য তিনি হয়ে উঠেছেন গ্লোবাল সুপারস্টার। তবে শাহরুখ খানকে প্রথমবার দেখা গিয়েছিল টেলিভিশনের পর্দায়।
শাহরুখ খানের ‘সার্কাস’ ধারাবাহিকটি খুবই পছন্দ করেছিলেন দর্শকরা। তবে এই ধারাবাহিকেই তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল রেনুকা শাহানে। সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে অভিনেত্রী রেনুকা শাহানে তার একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে ছিলেন। এরপর থেকেই অভিনেত্রী রেনুকা সকলের নজরে আসেন।
তবে অভিনেত্রী রেনুকা এর আগে একাধিক ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। পরবর্তীতে অভিনেতা আশুতোষ রানার সঙ্গে বিয়ে করেন রেনুকা শাহানে। কিন্তু আশুতোষের সঙ্গে তার বিয়ের খবর শুনে একদমই খুশি হননি দর্শকরা। সম্প্রতি অভিনেত্রী একটি সাক্ষাৎকারেও এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন। রেনুকা জানিয়েছিলেন, “বিয়ে সময় অনেকে বলেছিল- কী করছ? কেন আপনি এই ব্যক্তির সাথে বিয়ে করছেন? কিন্তু আমি তাকে আমার বা আশুতোষের জন্য চিন্তা করতে তো বলিনি। আমি নিজের যত্ন নিতে সক্ষম।”
তবে আশুতোষ রানার সঙ্গে বিয়ে করার আগেও রেনুকার বিয়ে হয়েছিল। তবে অভিনেত্রীর প্রথম বিয়ে বেশি দিন টেকেনি। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। তারপরই অভিনেতা আশুতোষ রানার সঙ্গে বিয়ে হয় রেনুকার। তবে ১৯৮৯ সালে অভিনেত্রী রেনুকা শাহানেকেই প্রথমবার দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে।