বিনোদন

৯ বছরের ছোট মেয়ের প্রেমে হাবুডুবু! রাজপালের দ্বিতীয় বিয়েতে রয়েছে নাটকীয় চমক

রাজপাল যাদবকে চেনেন না এমন মানুষ হয়তো খুব কম রয়েছে। বলিউডের নামকরা কমেডিয়ানদের মধ্যে তার নাম উঠে আসে সবার প্রথমে। সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করে প্রচুর ভালোবাসা পেয়েছেন সকলের থেকে। তাই কমেডিয়ান রাজপাল যাদবের ব্যক্তিগত জীবনটাও খুবই রঙিন। ১৯৭১ সালে উত্তরপ্রদেশের কুদ্রায় জন্মগ্রহণ করেছিলেন রাজপাল যাদব। ছোটবেলা থেকে তার অভিনয়ের প্রতি শখ ছিল। প্রথমে তাকে টেলিভিশনের সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল।

এরপরই তিনি সেখান থেকে সুযোগ পান বলিউডের। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল রাজপালকে। তবে ২০০০ সালের পর থেকে যেন তার ভাগ্যের মোড় ঘুরে যায়। হাঙ্গামা, ভুল ভুলাইয়া, ঢোল, ফির হেরা ফেরির মত বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এর মধ্যে ১৯৯২ সালে তিনি প্রথম বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল করুণা। রাজপালের প্রথম স্ত্রী করুনা প্রথম সন্তানের জন্ম দিয়ে বিভিন্ন জটিলতায় ভুগে মৃত্যু হয় তার।

স্ত্রীর মৃত্যুর পর বেশ ভেঙে পড়েছিলেন রাজপাল। পরবর্তীতে ২০০৩ সালে দ্বিতীয় বিয়ে করেন রাজপাল। তার দ্বিতীয় স্ত্রীর নাম রাধা। রাধা ছিলেন তার থেকে ৯ বছরের ছোট। রাজপাল অবশ্য তার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করতে চাননি আর। রাধার সঙ্গে কানাডাতে প্রথম দেখা হয়েছিল রাজপালের। এরপরই তিনি অল্প কিছুদিনের মধ্যেই তার সিদ্ধান্ত বদলে ফেলেন।

এরপর একে অপরের প্রেমে পড়ে যান তারা। রাজপালকে ভালবেসে কানাডা ছেড়ে মুম্বাইতে চলে আসেন রাধা। এরপর তাদের বিয়ে হয়। রাধা এবং রাজপালের দুই মেয়ের জন্ম হয় এরপর। রাজপালের প্রথম পক্ষের মেয়ে জ্যোতির বিয়ে হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে। বর্তমানে দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেশ সুখেই রয়েছেন অভিনেতা।

Back to top button