একবছরে পা দিলো গোল্লা, ছেলের জন্মদিনের অ্যালবাম শেয়ার করলেন ভারতী সিং, শুভেচ্ছা জানালো সকলে
ভারতী সিং কে চেনেন না এমন মানুষ হয়তো খুব কম রয়েছে। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী এবং হর্ষ। ২০২১ সালের ডিসেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন ভারতী। এরপর গত বছর ৩ এপ্রিল হর্ষ ও ভারতীর কোলে আসে তাদের সন্তান। তবে দেখতে দেখতে একটা বছর পার করে ফেললো ভারতী পুত্র গোল্লা।
ভারতী পুত্র গোল্লা পা রাখলো ১ বছরে। ছেলের জন্মদিনে দুস্টু-মিষ্টি একগুচ্ছ ছবি শেয়ার করলেন ভারতী। সম্প্রতি ছেলের ১ বছরের জন্মদিন উপলক্ষে ভারতী গোল্লার বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।
যারমধ্যে কোন ছবিতে ভারতী পুত্র গোল্লাকে একটি ঝুড়ির মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে। এবং সেই ঝুড়ির সঙ্গে বাঁধা রয়েছে একটি লাল রঙের বেলুন যা উপরে ঝুলছে। আবার কোনো ছবিতে সেফের ড্রেসে দেখা যাচ্ছে গোল্লাকে। মাথায় সেফের টুপিও রয়েছে। গোল্লার আসেপাশে পিৎজা, ক্যাপসিকাম, ডোনাট, সহ নানা কিছু রয়েছে।
ছবি শেয়ার করে কমেডিয়ান কুইন ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যাপি বার্থডে গোল্লা। অনেক অনেক ভালোবাসা বাবু। ঈশ্বর তোমার মঙ্গল করুক’। এই ছবি প্রকাশ্যে আসতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। সকলে গোল্লাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।