জনপ্রিয় ‘Naatu Naatu’ গানে অসাধারণ নেচে তাক লাগালেন ‘অনুরাগের ছোঁয়া’-র সূর্য, ভিডিও দেখে প্রশংসায় ভরালেন নেটিজেনরা
স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ড: সূর্য সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। বর্তমানে টলি পাড়ার হ্যান্ডসাম সুপুরুষদের মধ্যে প্রথমে উঠে আসে অভিনেতা দিব্যজ্যোতির নাম।
বাংলা সিরিয়াল ‘জয়ী’ র মাধ্যমে বিনোদন দুনিয়ায় পদার্পন করেছিলেন দিব্যজ্যোতি। তারপরে অভিনেতা নিজের অভিনয় দিয়ে সকলের নজর কেড়েছেন। বর্তমানে টেলিভিশনের পর্দায় ‘স্টার জলসা’র জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যজ্যোতিকে। এই সিরিয়ালে তিনি ড: সূর্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন।
তবে অভিনয়ের পাশপাশি নাচের দুনিয়াতেও তিনি সমান ভাবে পারদর্শী। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন অভিনেতা। মাঝে মধ্যেই তিনি নিজের নাচের ভিডিও শেয়ার করে নেন সকলের সাথে। সম্প্রতি দক্ষিণী ছবি ‘RRR’-এর জনপ্রিয় গান ‘নাটু নাটু’ অস্কার জিতেছে। যা গোটা দেশের কাছে গর্বের বিষয়।
তবে যদিও অস্কার প্রাপ্তির আগে থেকেই এই গানের জনপ্রিয়তা তুঙ্গে ছিল সেটা বলা যায়। আর এবার সেই জনপ্রিয় গানের তালে নেচে ফের একবার সকলের নজর কাড়লেন অনুরাগের ছোঁয়ার সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। অভিনেতার পরনে ছিল কালো রঙের গ্লসি টিশার্ট, সেই সাথে কালো ট্রাউজার।